Categories  

referral campaign details

আমি মোট কতজন বন্ধুকে invite করতে পারবো?
তুমি যতজনের সাথে ইচ্ছা invitation link share করতে পারবে এবং যতজন চায় তোমার লিঙ্ক থেকে promo code create করতে পারবে।

আর বোনাস ডাটার ব্যপারটা হচ্ছে, তোমার লিঙ্ক দিয়ে create করা promo code ব্যবহার করে যে 10 জন বন্ধু প্রথমে skitto join করবে তাদের জন্য তুমি বোনাস ডাটা পাবে।

আর তোমার যত বন্ধু তোমার invitation link ব্যবহার করে promo code create করে skitto join করবে সকলেই 30 দিনের মেয়াদে 2GB bonus data পাবে।

শুধু একটা জিনিস মনে রেখো, একটা promo code ব্যবহার করে শুধুমাত্র একটি skitto SIM কেনা যাবে। কেউ যদি দুইটি skitto SIM কিনতে চায় তাহলে তাকে দুইটি আলাদা promo code create করতে হবে।

আমার বন্ধু SIM কেনার সময় promo code বলতে ভুলে গিয়েছে। এখন সে কি করবে?
তোমার বন্ধু যদি SIM কেনার সময় promo code দিতে ভুলে যায় তাহলে সে পরে skitto app থেকে সহজেই promo code apply করে নিতে পারবে। জাস্ট নিচের ধাপগুলো ফলো করো।

আমার invitation link ব্যবহার করে মোট কতজন promo code create করতে পারবে?

তোমার invitation link ব্যবহার করে যতজন ইচ্ছা promo code create করতে পারবে। কিন্তু যে 10 জন প্রথমে promo code দিয়ে skitto join করবে শুধু তাদের জন্যই তুমি বোনাস ডাটা পাবে।

একটি skitto SIM নিতে আমি কি একাধিক promo code ব্যবহার করতে পারবো?

একটি SIM কিনতে তুমি শুধু একটি মাত্র promo code ব্যবহার করতে পারবে। তুমি ওয়েবসাইট থেকে নিজেই promo code create করতে পারবে কিংবা অন্য কারও invitation link থেকেও promo code create করতে পারবে।

এই campaign কবে শেষ হবে?

পরবর্তী ঘোষনা আসা পর্যন্ত এই campaign চলতে থাকবে।